Top

ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটালেন তাঁতী লীগ সভাপতি সেলিম

১৩ জানুয়ারি, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ
ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটালেন তাঁতী লীগ সভাপতি সেলিম
শিমুল খান :

ঠাণ্ডা বাতাসের দাপট সাথে ঘন কুয়াশা মিলে শীত জেঁকে ধরেছে নীলফামারী বাসীকে। এ সময় ছিন্নমূল ও অসহায় মানুষদের ভোগান্তি চরমে ওঠে। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে এবার মানুষের পাশে দাঁড়ালেন নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি ও নীলফামারী জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি দেওয়ান সেলিম আহমেদ।

বৃস্পতিবার দিবাগত রাতে নীলফামারী জেলা শহরের বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের কম্বল বিতরণ করেন দেওয়ান সেলিম আহমেদ।

দেওয়ান সেলিম বলেন বলেন, ‘আমাদের নীলফমারীতে প্রতিদিন অসংখ্য লোক শহরের ফুটপাত ও স্টেশনে রাত্রি যাপন করে থাকে। এদিকে প্রতিবছর বিভিন্ন কারনে শীতের তীব্রতা বেড়েই চলেছে। এ বছর শীতের তীব্রতা এতটা ভয়াবহ তা বলে বুঝাতে পারবো না। দুঃখজনক হলেও আমি শুনেছি অনেকে এমন সময় অনেক কষ্টে অতিবাহিত করে থাকে’

এসময় তিনি বলেন, ‘কিছুদিন ধরে এমন দৃশ্য দেখে আমি খুবই বিমর্ষ বোধ করি এবং প্রতিজ্ঞা করি কিছু করার। তাই গত রাত ২টার সময় আমি কিছু কম্বল নিয়ে নীলফামারী শহরের বেশ কিছু স্থানে যাই তাদের পাশে দাঁড়াতে।

দেওয়ার সেলিম আরো বলেন, বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করলেও গরিব ও অসহায় মানুষ টাকার অভাবে শীতের গরম কাপড় কিনতে পারছে না। তাই তাদের একটু স্বস্তি দিতে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আমি বিত্তবানদের অনুরোধ করবো অসহায় ও গরিব মানুষদের পাশে দাঁড়ান, আমাদের সকলে চেষ্টা করলে ছিন্নমূল মানুষদের মুখে হাসি ফুটবে।

শেয়ার