Top

ঠাকুরগাঁও‌য়ে ২৫ লাখ টাকার মরদেহ সংরক্ষ‌ণের ফ্রিজার কাজে আসছে না

১৪ জানুয়ারি, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁও‌য়ে ২৫ লাখ টাকার মরদেহ সংরক্ষ‌ণের ফ্রিজার কাজে আসছে না
ঠাকুরগাঁও প্রতিনিধি :

অজ্ঞাত মরদেহ সংরক্ষণ, আত্মহত্যাসহ মামলা সংক্রান্ত সকল মৃতদেহের রক্ষণাবেক্ষণে জন্য ২৫০শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে এক‌টি আধু‌নিক ফ্রিজার সরবরাহ ক‌রে ঢাকার কেন্দ্রীয় ঔষধাগার। কিন্তু ম‌র্গের পুরাতন ভবনের কক্ষ জ‌টিলতায় ফ্রিজার‌টি গত চার মা‌সেও স্থাপন করা যায়‌নি সেখা‌নে। ফ‌লে ২৪ লাখ ৬৯ হাজার টাকা মূ‌ল্যের ফ্রিজার‌টি কোন কা‌জে আস‌ছেনা।

বন্ধ অবস্থায় এ‌টির ঠাঁই হ‌য়ে‌ছে হাসপাতালের পুরাতন ভব‌নের মে‌ঝে‌তে। হাসপাতাল সূ‌ত্রে জানা যায়, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালের মর্গে লাশ সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় নানা সমস্যার সৃষ্টি হতো। হাসপাতালটির ৪৪ বছ‌রের সমস্যা লাঘবের ল‌ক্ষ্যে গে‌লো বছ‌রের সেপ্টেম্বর মা‌সের দ্বিতীয় সপ্তা‌হে মর‌দেহ সংরক্ষ‌নের জন্য ৪-ড্রয়ার বি‌শিষ্ট এক‌টি আধু‌নিক মর‌দেহ সংরক্ষণ ফ্রিজার সরবরাহ করা হয়।

ফ্রিজার‌টি বু‌ঝে পে‌লেও এ‌টি ম‌র্গে স্থাপন কর‌তে পার‌ছেনা হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠার পর থেকে মর্গটির সংস্কার না হওয়ায় অনুপযোগী হ‌য়ে প‌ড়ে এর ভবন ও কক্ষগু‌লো। হাসপাতা‌লের চি‌কিৎসা কর্মকর্তা ডা. রাকিবুল আলম ব‌লেন, মর্গটি অনেক পুরাতন ও ক‌ক্ষের দরজা‌টি ভবন নির্মাণের জন্য গণপূর্ত বিভাগকে চি‌ঠি দেয়া হ‌য়ে‌ছে। নতুন ভব‌ন নির্মা‌নের পর এ‌টি স্থাপন করা সম্ভব হ‌বে।

ত‌বে দীর্ঘদিন ফ্রিজার‌টি এভা‌বে প‌ড়ে থাক‌লে এর যা‌ন্ত্রিক ত্রু‌টি বা বিকল হওয়ার সম্ভবনা দেখা দি‌তে পা‌রে বলেও ধারনা করছেন অনেকে।সম্প্রতি হাসপাতাল থেকে প্রায় এক কিলোমিটার দূরে শহরের আর্টগ্যালারি এলাকায় মর্গটি‌তে গি‌য়ে দেখা যায়,ময়না ত‌দন্তের জন্য ভবনের সামনে একটি ভ্যানে রাখা হ‌য়ে‌ছে এক‌টি মর‌দেহ। মৃত ব্যক্তির ছে‌লে কলিন চন্দ্র রায় জানান, এক‌দিন আ‌গে বি‌কে‌লে তার বাবা বিষপা‌নে আত্যহত্যা করেছেন। মর‌দেহ‌টি ময়নাত‌ন্তের জন্য পু‌লিশ ম‌র্গে পাঠা‌লেও এখা‌নে মর‌দেহ সংরক্ষ‌নের কোন ব্যবস্থা নেই। একটি ব্যানে করে মরদেহ এনেছি। দুদিন ধরে এই ভ্যানেই রয়েছে বাবার মরদেহ।ম‌র্গের কর্মরত ডোম সুকুমার মহন্ত ব‌লেন, আধু‌নিক যন্ত্রপা‌তি না থাকায় কামারের কাছ থেকে হাতুড়ি, বাটাল ও করাত কিনে নিয়ে এসেছি। এগুলি দিয়ে মরদেহগুলোর কাটাছেঁড়া করা হয়।

জরাজীর্ণ ছোট কক্ষে ময়নাতদন্তের কাজগু‌লো কর‌ছি ৩৭বছর ধ‌রে। লাশকাটা ঘরের পেছনের দিকে রয়েছে নদী, সেখান থে‌কে পা‌নি প‌রিষ্কার কর‌তে হয় ময়লা ও রক্ত। অনেক সরঞ্জামের সংকট রয়েছে দীর্ঘদিন যাবৎ। নিরাপত্তাপ্রহরীর পদেও কেউ নেই। বেশ ক‌য়েকবার রাতে দুর্বৃত্তরা নতুন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। নিয়ম অনুযায়ী নারী ডোম থাকার কথা থাক‌লেও এখা‌নে তা নেই।

ঠাকুরগাঁও সি‌ভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ ব‌লেন, মর্গটি আধু‌নিকায়‌নের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি অনেক বার। ম‌র্গের নিরাপত্তা ও লোকব‌লের বিষ‌য়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। নতুন ভবন পে‌লে ফ্রিজার‌টি স্থাপন করা হ‌বে। তবে কবে নতুন ভবন হবে আর কবেই বা সরবরাহকৃত ফ্রিজারটি স্থাপন করা হবে এর কোন উত্তর দেননি সিভিল সার্জন।

শেয়ার