Top

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের রংপুর শাখার শুভ উদ্বোধন

১৫ জানুয়ারি, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের রংপুর শাখার শুভ উদ্বোধন
রংপুর প্রতিনিধি :

রংপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ১৬তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে নগরীর জাহাজ কোম্পানীর মোড়ে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এ সময় ব্যাংকের অন্যান্য পরিচালকবৃন্দ ও উদ্যোক্তা- শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামসহ

অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ,বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বেঙ্গল ব্যাংক কমার্শিয়াল ব্যাংক ছোট ছোট ব্যবসায়ীদের লোনের ব্যাপারে সবসময় সহযোগীতা করে আসছে। আমরা ক্ষুদ্র ঋণের ব্যাপারে সজাগ রয়েছি। এই ব্যাংক ৫১ শতাং ক্ষুদ্র ঋণ বিতরণ করে থাকে। যাতে করে ছোট ছোট ব্যবসায়ীরা তাদেরও ব্যবসার প্রসার ঘটাতে পারে।

 

শেয়ার