র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের পাশাপাশি জনগণের সেবা মূলক কাজ করে চলেছেন। র্যাব-১৩ একটি প্রশিক্ষিত সাইবার টিম ভারপ্রাপ্ত অধিনায়ক এর তত্ত্বাবধায়নে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে এর প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে।
র্যাব-১৩ এই সাইবার টিম গত বছরের জানুয়ারি ২০২২ মাস হতে ডিসেম্বর-২০২২ মাস পর্যন্ত আধুনিক তথ্য প্রযুক্তি মাধ্যমে হারিয়ে যাওয়া ২২০টি মোবাইল ফোন উদ্ধার করে এর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত রোববার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।