তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উত্তরবঙ্গে বেশি শীত হওয়ার কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উত্তরের শীতার্ত মানুষদের জন্য শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছি। আজ বোরবার দুপুরে নীলফামারী সৈয়দপুর অফিসার্স কলোনী,ফাইভ স্টার মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
এ সময় তিনি বিএনপিকে শীতের পাখি বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, দূর্যোগের সময় বিএনপিকে দেখা যায় না। দেখা যায় শুধু নির্বাচনের সময়। তারা একটি শীতবস্ত্র দিয়েও জনগণকে সহযোগিতা করেন নাই। তাদের নেতারা নির্বাচন আসলে মনোনয়ন বাণিজ্য করে মোটা তাজা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একসময়ে উত্তরবঙ্গ মঙ্গা কবলিত ছিলো।
শেখ হাসিনার পলিসিতে মঙ্গা এখন যাদুঘরে চলে গেছে। অনেক পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গের মানুষের। তিনি আরও বলেন, উত্তরবঙ্গের মানুষ আপনারা ভাগ্যবান।
এ্যলেঙ্গা থেকে ৬লেনের রাস্তা রংপুর এসে বুড়িমারী পর্যন্ত যাবে। আবার একই রাস্তা যাবে পঞ্চগড় পর্যন্ত। তিনি আরও বলেন, আওয়ামী লীগ শীতের কচুপাতার পানি নয়। যে টোকা দিলে পরে যাবে। আওয়ামীলীগ এখন অনেক শক্তিশালী।
এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার সভাপতি ও সাধারন সম্পাদকগণ। আলোচনা সভা শেষে তিন হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ওবায়দুল কাদের। এছাড়াও রংপুর মহানগরসহ উত্তরের ৮জেলায় ৩০হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।