Top

বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

১৬ জানুয়ারি, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ
বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
কুড়িগ্রাম প্রতিনিধি :

বিএনপি’র ১০ দফা ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে কুড়িগ্রাম সদর ও পৌর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মুক্তার পাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ প্রমুখ।

সমাবেশে অবিলম্বে বিদ্যুতের মূল্য কমানো ও আটক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী সহ গ্রেফতারকৃত নেতাকর্মীর মুক্তির দাবি করা হয়।

শেয়ার