Top

খানসামায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

১৭ জানুয়ারি, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
খানসামায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলায় ৫১ তম শীতকালীন জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করদ হয়েছে।

মঙ্গলবার বিকেলে খানসামা উপজেলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বালক ক্রিকেট ফাইনাল খেলার মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা নামে। খেলা শেষে বিজয়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার