Top

উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

২৩ জানুয়ারি, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে দুলাল মিয়া(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক ধামশ্রেনী ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামের মৃত কবির উদ্দিনের পুত্র।

জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের নাওড়া গ্রামের আজগার আলীর ইউক্যালিপটাস গাছের ডাল কাটার সময় হঠাৎ গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুলাল মিয়ার।

নিহতের মামা শহিদুল ইসলাম জানান, ওই এলাকার আবু বক্করের পুত্র মো. নাসির উদ্দিন গাছের ডাল কাটার জন্য কৌশলে দুলাল মিয়াকে ডেকে নিয়ে যায়। দুলাল মিয়া পূর্বে কোনদিনই গাছের ডাল কাটার কাজ করেন নাই। আমি এ ঘটনার বিচার চাই।

এবিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

শেয়ার