Top

পঞ্চগড়ে পৃথক স্থানে দুই লাশ উদ্ধার

২৫ জানুয়ারি, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে পৃথক স্থানে দুই লাশ উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় জেলায় পৃথক দুটি স্থানে দুটি লাশ উদ্ধার করেছে দেবীগঞ্জ ও তেঁতুলিয়া থানা পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলা সদরের নতুনবন্দর এলাকায় খোকন সরকার (৩৬) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।

তার বাড়ি দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর সরকারপাড়া এলাকায়। সে ওই এলাকার দুলাল সরকারের ছেলে। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে হুল বা ফুটো করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের করতোয়া নদীর চর থেকে কামরুল ইসলাম ওরফে কাজিম (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। তার বাড়ি তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের যুগিগছ এলাকায়। সে ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সো. রঞ্জু আহমেদ জানান, জোসনা নামে এক নারী খড়ি কুড়াতে যাওয়ার সময় খোকনের বাড়ির পাশে মোফাজ্জল হোসেন মামুনের ভুট্টা ক্ষেতে খোকনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসিকে জানায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করি। সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সকালের দিকে তাকে বাড়ির আশপাশের লোকজন দেখেছে। দুপুরের দিকে তাকে হত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কোন ক্লু পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

অপরদিকে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, নিখোঁজের তিন দিন পর বুধবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ধানশুকা এলাকার করতোয়া নদীর পাশে একটি চা বাগানের ড্রেন থেকে মাছ ব্যবসায়ী কামরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। গত সোমবার কামরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুজি করেও তাকে পাননি। পরে তারা থানায় জিডি করেন। ওই চা বাগানের পাশে কয়েকজন নারী খড়ি কুড়াতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে স্থানীয়রা তেঁতুলিয়া মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে লাশের সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় কাপড় দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ।

শেয়ার