এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানী’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এলজিইডি পঞ্চগড় এই মানবন্ধনের আয়োজন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে এলজিইডি’র জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারিরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে এলজিইডি’র পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী সামসুজ্জামান সূধা, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ,সহাকারী প্রকৌশলী মনোজকুমার আচার্য,ফরহাদ হোসেন সৌরভ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, অতর্কিত একদল দূবৃত্ত হঠাৎ করে সরকারী উন্নয়ন কাজে বাঁধা দিয়ে চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানায় এলজিইডি চট্রগ্রাম বিভাগের কর্মকর্তারা। এ কারনেই একদল যুবক সন্ত্রাসী কায়দায় আমাদের নির্বাহী প্রকৌশলী চট্রগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর উপর হামলা চালিয়েছে।
হামলাকারীর মূল হোতা সন্ত্রাসী সহাবুদ্দীন সহ সকল হামলাকারীদের অবলম্বে আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শ্বাস্তির দাবি জানান বক্তারা, অন্যথায় আরও কঠিন কর্মসুচির ঘোষণা দেন কর্মকর্তারা, মানববন্ধনে জেলা নির্বাহী প্রকৌশল অধিদপ্তরের জেলা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।