Top
সর্বশেষ

খুবির বরখাস্ত শিক্ষকদের চাকরিতে বহাল রাখতে হাইকোর্টের নির্দেশ

০৯ ফেব্রুয়ারি, ২০২১ ৮:০০ অপরাহ্ণ
খুবির বরখাস্ত শিক্ষকদের চাকরিতে বহাল রাখতে হাইকোর্টের নির্দেশ
খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষককে বরখাস্ত ও দুই শিক্ষককে অপসারণের সিদ্ধান্তের আদেশ স্থগিত করে ওই তিন শিক্ষককে চাকরিতে বহাল রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি শিক্ষকদের বিরুদ্ধ নেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা আগামী চার সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে আদালত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি মো. মুজিবর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ জারি করেন। পাশাপাশি মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার আদেশ স্থগিত করে ওই তিন শিক্ষককে চাকরিতে বহাল রাখারও নির্দেশ দিয়েছে।

ওই তিন শিক্ষকের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, গত বৃহস্পতিবার ওই তিন শিক্ষক উচ্চ আদালতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে রিট আবেদন করেন। চারদিন পর ওই রিটের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালতের দ্বৈত বেঞ্চ মামলা নিষ্পত্তি না হওয়া পযন্ত তাঁদের চাকরি চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। পাশাপাশি কেন ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন।

শিক্ষকদের আইনজীবী আরো জানান, যেহেতু ওই তিন শিক্ষক এখনো তাঁদের দায়িত্ব হস্তান্তর করেননি তাই তাঁদের খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যেতে কোনো আইনি বাঁধা নেই। পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উস্তানি দেওয়ার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের (বিভাগ) সহকারী অধ্যাপক মো. আবুল ফজলকে বরখাস্ত, একই ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরীকে অপসারণ করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১২ তম সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার