অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল বিতরণ করলেন নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ।
গত সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে নীলফামারী বড় মাঠে বৃদ্ধ পুরুষ-মহিলা ও অসহায় গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান সেলিম আহমেদ, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জামিল আহমেদ, জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ মুন্না, নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, পৌর তাঁতী লীগের সভাপতি হায়দার আল, পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক নীতিশ পাল, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা মুরাদ।
তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ বলেন, সমাজে যারা বিত্তবান আছেন আসুন, এ তীব্র শীতে আমরা আমাদের চারপাশে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।
আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।