ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈলের আংশিক) আসনের উপনির্বাচনের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মনিটর চুরির ঘটনা ঘটেছে। ভোটের দিন বুধবার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি উচ্চ বিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্রে এ চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর ই আলম।
তিনি জানান, ভোটের দিন ইভিএমের মনিটর চুরি বা হারিয়েছে। থানায় এবিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। ইভিএম মনিটর চুরির বিষয়টি নির্বাচন কমিশনে অবগত করা হয়েছে। তারা চাইলে বিষয়টি তদন্ত হবে। ইভিএমের মনিটর চুরির ঘটনায় রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শওকত আলী। তিনি উপজেলার রাতোর মালিভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ।
শওকত আলী বলেন, ভাংবাড়ী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন মোট ৯টি ইভিএম ও মনিটর ছিল। এরমধ্যে ৬টি ইভিএম দিয়ে ভোট নেওয়া হয়। বাকি তিনটি আলাদা করে রাখা হয়েছিল। ভোটের দিন দুপুরে ভোটারের উপস্থিতি থাকায় তিনি ভোটের অন্যান্য সামগ্রী গোছানোর
কাজ করছিলেন। সেসময় তিনি দেখেন সংরক্ষিত রাখা ইভিএমের একটি মনিটর প্যাকেটের মধ্যে নাই। ইভিএম’র মনিটর না থাকায় তিনি অন্য ভোট কেন্দ্রের কক্ষগুলো খোঁজাখুঁজি করেন ।
পরে বিষয়টি ভোটের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ’র পরামর্শে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার ডায়েরি নম্বর ৩২।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোটের দিন একটি কেন্দ্রের ইভিএমের মনিটর চুরি হওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শওকত আলী। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।