Top

রংপুরে সমাবেশ সফল করতে শ্রমিক দলের ব্যাপক শোডাউন

০৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ
রংপুরে সমাবেশ সফল করতে শ্রমিক দলের ব্যাপক শোডাউন
শিমুল খান :

সরকার হটানোর চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের ৮ বিভাগে বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপিসহ সমমনা দল ও জোটসমূহ। এরই অংশ হিসেবে রংপুরের সমাবেশ সফল করতে ব্যাপক শোডাউন করেছে নীলফামারী জেলা শ্রমিক দল।

গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) রংপুর বিভাগের সমাবেশ সফল করতে নীলফামারী জেলা শ্রমিক দলের সভাপতি মো, নুর আলম ও নীলফামারী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো, জামিয়ার রহমানের নেতৃত্বে ব্যাপক শোডাউন করে শ্রমিক দল।

শোডাউনের পর সমাবেশে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা শ্রমিক দলের সভাপতি মো, নুর আলম ও নীলফামারী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, সহসভাপতি মো, শাহাজাদা মুক্তি, সাংগঠনিক সম্পাদক মো, রাজু আহমেদসহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জামিয়ার রহমান, বলেন, দেশ নায়ক তারেক রহমানের হাত আরও শক্তিশালী করতে ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দলনে আমাদের সকলকে একযোগে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। দেশে সুশাসন আনতে হবে। সামনের দিনে আমাদের কঠিন পরিক্ষা সেই পরিক্ষায় আমরা সফল হবোই ইনশাআল্লাহ।

শেয়ার