Top

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট গ্রন্থাগার গঠন ও ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

০৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট গ্রন্থাগার গঠন ও ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করলো চিরি নদী বাতিঘরের সদস্যরা।

আজ ৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস। প্রকৃত শিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই। জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষ্যে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট গ্রন্থাগার গঠন ও ভূমিকা” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে চিরি নদী বাতিঘর গ্রন্থাগারে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ খালিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ বজলুর রশিদ।

এছাড়াও মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ (প্রাক্তন অধ্যক্ষ, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ) জনাব, মোঃ মিজানুর রহমান, চিরি নদী বাতিঘর এর সকল উপদেষ্টা, সদস্য, পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

শেয়ার