পঞ্চগড়ে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি মামলায় বাদি পক্ষের এজাহারে আসামী হিসেবে চেয়ারম্যানের নাম না থাকলেও আটোয়ারী থানার প্রাথমিক তথ্য বিবরণীতে পাঁচ নম্বর আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলার বাদী তার দায়ের করা এজাহারে আমার নাম না আনলেও পুলিশ হয়রানী করার উদ্দেশ্যে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে এফআইআরে আমার নাম উল্লেখ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাগুড়া ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, গত ২৪ জানুয়ারি গজেন চন্দ্র বর্মনের ছেলে সুজন বর্মন আমার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় তাদের প্রতিবেশি যুবক পলাশ চন্দ্র বর্মন তার কলেজ পড়ুয়া ছোট বোনকে হাত ধরে টানাটানি করে বাড়ি থেকে বের করে নেয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা তার হাত থেকে ছোট বোনকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলে পলাশ চন্দ্র বর্মন তার বোনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর আমি বাদী ও বিবাদী পক্ষকে ১ ফেব্রুয়ারি দুপুরে বসার জন্য নোটিশ করি।
বিকেলে অভিযোগকারী সুজন চন্দ্র বর্মন মুঠো ফোনে জানান যে তারা বৈঠকে আসবেন না। পরবর্তিতে নিয়ম অনুযায়ী ৮ ফেব্রুয়ারি তারিখ ধার্য্য করা হয়। ১ ফেব্রুয়ারি রাতেই জানতে পারি অভিযোগকারী সুজনের বাবা গজেন চন্দ্র বর্মন আত্মহত্যা করেছেন। আত্মহত্যার খবর পেয়ে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। তবে কেন আত্মহত্যা করেছে তা জানিনা। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানো হয়েছে। ইউনিয়ন পরিষদে দেওয়া অভিযোগ আর ৪ জুন সুজন চন্দ্রের দায়ের করা মামলার অভিযোগ দুটি ভিন্ন। গজেন চন্দ্র বর্মণ আত্মহত্যা করার পর তার ছেলে ৪ জুন বাবাকে আত্মহত্যায় প্ররোচনা ও বোন ধর্ষণের অভিযোগ এনে দুটি পৃথক মামলা দায়ের করেন। ধর্ষণের বিষয়টি আগে জানলে সালিশের আহবান করতাম না। তাছাড়া গজেন চন্দ্র বিষয়টি পারিবারিকভাবেই নিষ্পত্তি করে দিতে বারবার মৌখিকভাবে আবেদন করেন।
তিনি আরও বলেন, গত ৪ ফেব্রুয়ারি সুজন চন্দ্র বর্মন বাদী হয়ে আটোয়ারী থানায় বাবাকে আত্মহত্যার প্ররোচনা ও পঞ্চগড় সদর থানায় তার বোনকে ধর্ষণের অভিযোগে আলাদা দু’টি মামলা করেন। আটোয়ারী থানায় দায়েরকৃত মামলার এজাহারে আমার নাম না আনলেও পুলিশ উক্ত মামলায় হয়রানী করার জন্য এফআইআরে আমার নাম জড়ানো হয়েছে। ধর্ষণের বিষয়টি আমাকে জানানো হলে আমি কখনই ওই বিষয়ে সালিশ আহবানের নোটিশ করতাম না। আমার কাছে তাদের অভিযোগ দাখিলের পর ওই বিষয়ে আমার বিন্দুমাত্র গাফিলতি বা অসহযোগিতা ছিল না।
তিনি আরও জানান, আত্মহত্যার খবর পেয়ে আমি ওই বাড়িতেও গিয়েছিলাম। কোন কুচক্রীমহল শোকাহত পরিবারটিকে ইন্ধন দিয়ে এ ধরণের মিথ্যা মামলা আমাকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে এলাকা স্কুল শিক্ষক জয়দেব চন্দ্র রায়, ব্যবসায়ী প্রদীপ চন্দ্র বর্মন, মো. সামাদ, সমাজে সেবক ভুবেন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
আটোয়ারী থানা পুলিশ জানান, গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দায়েরকৃত মামলার অপর আসামীরা হলেন- ওই ইউনিয়নের লাখেরাজ ঘুমটি এলাকার পলাশ চন্দ্র বর্মন (২৫), তার বাবা শ্যামল চন্দ্র বর্মন (৪৬), একই এলাকার মৃত ধনবর বর্মনের ছেলে ভবেন বর্মন (৫০) এবং অলকান্ত বর্মনের ছেলে কাজল বর্মন (২৩)।
মামলার বাদি সুজন চন্দ্র জানান, গত ১৭ জানুয়ারি রাতে তার বোনকে অভিযুক্ত পলাশ চন্দ্র বর্মন জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে সহযোগিতা করে অপর আসামী কাজল। পরে ভুক্তভোগির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে গেলে পলাশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পলাশ সেখান থেকে পালিয়ে যায়। এতে আহত হয়ে তার বোন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ জানুয়ারি লিখিত অভিযোগ দেই। পরে চেয়ারম্যান আমাদের নোটিশের মাধ্যমে ১ ফেব্রুয়ারী ইউপি কার্যালয়ে উপস্থিত হতে বলেন। পরিষদে অভিযোগ দেয়ায় পলাশের বাবা শ্যামল এবং আসামী ভবেন আমার বাবাকে তাচ্ছিল্য করেন এবং বাড়াবাড়ি না করতে হুমকি দেন। এরপর আমার বাবা বাড়ি এসেই কান্নাকাটি শুরু করেন। পরে রাতে সবার অগোচরে আত্মহত্যা করেন। বিচার না পাবার আশঙ্কায় বাবা আত্মহত্যা করেছেন। যেহেতু আটোয়ারী থানা এলাকায় বাবার আত্মহত্যার ঘটনাস্থল, এজন্য আটোয়ারী থানায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা করেছি। আর সদর থানায় বোনের ধর্ষণের বিষয়ে মামলা করেছি।
ইউপি চেয়্যারম্যান জ্যোতিশ চন্দ্র রায় বলেন, ২৪ জানুয়ারি আমাদেকে দেওয়া অভিযোগ আর ৪ জুন একই ব্যাক্তিক দায়েরকৃত মামলার অভিযোগ সম্পুর্ন আলাদা। আমাকে দেওয়া অভিযোগে ধর্ষণের কোন কথা ছিল না। হাত ধরে টানাটানির মাধ্যমে শ্লীলতাহানীর অভিযোগ করা হয়েছে। ধর্ষণের বিষয়টি থাকলে আমি বৈঠকে সুরাহার কথা না বলে থানায় খবর দিতাম। এছাড়া ঘটনার পর থেকেই আমি তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। এজন্য দুই মামলায় আমাকে আসামী করা হয়নি। কিন্তু পুলিশ কোন তদন্ত না করেই বাদীর অভিযোগ দাখিলের একই দিন এফআইআর এ মামলায় আমাকে আসামী হিসেবে জড়ানো হয়েছে।
শনিবার সন্ধায় পৃথক দুই মামলার বিষয় নিশ্চিত করেছেন আটোয়ারী থানার ওসি সোহেল রানা এবং সদর থানার ওসি আব্দুলু লতিফ মিয়া।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান আসলে অভিযোগ পত্রে সুস্পস্ট অভিযোগের ভিত্তিতেই চেয়ারম্যানকে আসামী করা হয়েছে। তবে অভিযোগ পত্রে আসামী হিসেবে জোতিষ চন্দ্র রায়কে উল্লেখ না করলেও মামলার প্রাথমিক তথ্য বিবরনীতে (এফআইআর) কেন আসামী করা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন বাদীর অভিযোগের ভিত্তিতেই আসামী করা হয়েছে।
এজাহারে আসামীর তালিকায় ইউপি চেয়ারম্যান নাম না থাকলেও এজাহারের গর্ভাংশে তার নাম রয়েছে। এজন্য এফআইআর এ ইউপি চেয়ারম্যানকে আসামী হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।