Top

রেলওয়ে শ্রমিক লীগের সভাপতিকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

০৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ
রেলওয়ে শ্রমিক লীগের সভাপতিকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি :

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মশিউর রহমানকে লাঞ্ছিত করায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ষ্টেশন চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। আগামী ৩ দিনের মধ্যে ষ্টেশন মাস্টার মাসুদ পারভেজকে অব্যাহতির আলটিমেটাম দেয়া হয়েছে। দাবী না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ ফেব্রুয়ারি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের ষ্টেশন মাস্টার মাসুদ পারভেজ রেলস্টেশনের ২য় তলায় রেষ্টহাউজ পরিচ্ছন্নতা কাজে জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমানকে বাধা প্রদানসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন। তাকে স্টেশন এলাকায় দেখলে হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি দেন। এরই প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসানসহ রেলওয়ে শ্রমিকলীগের শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।মশিউর রহমান ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। অতিরিক্ত দ্বায়িত্ব হিসেবে রুহিয়া রেলস্টেশনে সহকারী মেশন হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের ষ্টেশন মাস্টার মাসুদ পারভেজ বলেন, আমার উর্ধ্বতন কর্মকর্তারা স্টেশন পরিদর্শনে আসবেন জেনে ৩ তারিখ রাতে প্লাটফর্ম ধুয়ে পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। পরদিন সকালে একজন সুইপার রেষ্টহাউজ পরিস্কার করছিলেন। পরে তাকে আমি পরিচ্ছন্নতার কাজ বন্ধ করতে বলি। সেখানে মশিউর রহমান উপস্থিত ছিলেন। আমি মশিউর রহমানকে আমি কিছুই বলিনি। তার সাথে আমার কোন কথা হয়নি। গালিগালাজ বা লাঞ্ছিত করার প্রশ্নই উঠেনা হুমকী ধামকী দেয়া তো দূরের কথা।

শেয়ার