Top

রুহিয়া যেন মাদকের আখরায় পরিণত

০৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ
রুহিয়া যেন মাদকের আখরায় পরিণত
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এখন মাদকের আখরায় পরিণত হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে মাদকসেবীদের তালিকায় রয়েছে উঠতি বয়সের তরুণ-তরুণীরা। তাই রুহিয়ার সুশীল সমাজ ও ভুক্তভোগী তরুণ-তরুণীদের অভিভাবক হয়ে পড়েছেন দিশেহারা। রুহিয়া থানার ৬ টি ইউনিয়নের একাধিক স্পটে চলে মাদক সেবীদের মাদক লেনদেন, মাদক সেবন ও আড্ডা। বেশির ভাগ ক্ষেত্রেই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই সব জায়গায় চলে মাদক সেবন।

যেন দেখার কেউ নেই। এছাড়াও মাদক কারবারিদের সঙ্গে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকায় কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না। অভিযোগ আছে, মাদক কারবারিদের সাথে জড়িত ব্যক্তিরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। এমতাবস্থায় এখন তাদের লাগাম টেনে না ধরলে অদূর ভবিষ্যতে রুহিয়ার পরিণতি হবে অতীব ভয়াবহ।

রুহিয়া কশালগাঁও গ্রামের সুমের এর পুত্র ও রুহিয়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র সুমন খান তার নিজস্ব ফেসবুক আইডিতে মাদকের ভয়াবহতা, কিছু মাদক ও জুয়ার স্পট উল্লেখপূর্বক প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। রুহিয়ার দুলাল, রুহিয়া পশ্চিমের জামিল, রাজাগাঁও এর ইব্রাহিম, আখানগরের মনসুর ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, রুহিয়ার বিভিন্ন জায়গায় যেভাবে মাদক কারবার চলছে তাতে রুহিয়ার যুবসমাজ অচিরেই ধ্বংস হয়ে যাবে।

অনুসন্ধানে যেসব স্পটের কথা জানা গেছে তা হলো, রুহিয়া পোস্ট অফিস এলাকা, করিম জুট মিল, রফিজ মেম্বারের আম বাগান, রুহুলের চা দোকানের পাশে কলাবাগান, ব্র্যাক অফিস সংলগ্ন ব্রয়লার মুরগির ফার্মের পাশে, মোতাহার চৌধুরীর মিল গেটের সামনে, কর্ণফুলি ওয়াপদা কলোনি, মিশন রেলগেট, রুহিয়া ডিগ্রি কলেজের আম বাগান, মাটিগাড়া স্কুল, আব্দুলের দোকানের পাশের বাগান, কুজিশহর ভাঙ্গা মোহন ব্রিজ, উত্তরা হতে ফরিদপুর রাস্তার ব্রিজের নিচে, রুহিয়া গার্লস স্কুলের সামনে চা দোকান, বাশবাড়ি ডেভিড ঘর, রুহিয়া রেল স্টেশনের দক্ষিণে, বড়পাখা রেলব্রিজের নিচে, স্টেশনের পশ্চিমে চৌকাডাঙ্গা।

রুহিয়া পশ্চিম ইউনিয়নের এমপির মোড়, এমপির লিচু বাগান, রামনাথ গুচ্ছ গ্রাম, ফার্মের রাস্তা, শিশু পার্কের রাস্তা শেষ মন্ডলাদাম, ঘুরনগাছ হতে মন্ডলাদাম রাস্তার ব্রিজের নিচে, তীরনই কান্দর ভাটার রাস্তা, প্রগতি মাঠ, সেনিহাড়ি দিঘি, কাটাগড়া রেলক্রসিং, বাললই দিঘি, দলুয়া দিঘি, কর্ণফুলি ভাটা, ডাঙ্গী দিঘি, রাজাগাঁও ইউনিয়নের নামাজপড়া, চাপাতি পাইকপাড়া, ইউনিয়ন পরিষদের রাস্তা, আখানগরের রেলক্রসিং, ঢোলারহাটের চিটাগাং মিল মাঠ, ঢোলারহাট হাই স্কুলের বারান্দা, সেনুয়া ইউনিয়নের সেনুয়া দিঘি এবং পাশের বাশঝাঁড়, বোর্ড অফিসের পাশে এবং পাটিয়াডাঙ্গী বাজার। উল্লিখিত স্থান ছাড়াও ভ্রাম্যমাণ পদ্ধতিতে মাইক্রো বাস, কার, মোটরসাইকেল যোগে চলে মাদক লেনদেন। বিকাশ একাউন্টে মাদকের টাকা পরিশোধ করা হয়।

এব্যাপারে মুঠোফোনে জানাতে চাইলে রুহিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) সোহেল রানা বলেন, রুহিয়ায় মাদক বেড়েছে এমন কোন তথ্য আমাদের কাছে নেই। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা যেখানে খবর পাচ্ছি সেখানে অভিযান চালাচ্ছি। এছাড়াও উঠান বৈঠকে তথ্য প্রদানের জন্য জনগণকে অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে তথ্য দাতার গোপনীয়তা রক্ষা করা হবে এবং তথ্য দাতাকে পুরস্কৃত করা হবে।

শেয়ার