Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

বেনাপোলে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপিসহ পাসপোর্টধারী যাত্রী আটক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ
বেনাপোলে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপিসহ পাসপোর্টধারী যাত্রী আটক
যশোর প্রতিনিধি :

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপিসহ এম এ হান্নান ভূঁইয়া (৪৪) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে বেনাপোল চেকপোস্টে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাজানকারা গ্রামের এম এ কাদের ভূইয়ার ছেলে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আহমেদ হাসান জামিল জানান বেনাপোলআইসিপিতে কর্মরত হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মেইন পিলার ১৮/৮-এস হতে ১শ ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আগত সন্দেহভাজন একজন পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশি কালে তার ব্যাগের মধ্যে থেকে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি ও ২ টি মোবাইলসহ তাকে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ভারতীয় রুপি সে অবৈধভাবে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেন। জব্দকৃত ভারতীয় রুপি ও মোবাইলের সিজার মূল্য ১২ লাখ ২৭ হাজার ৫শ টাকা। আটককৃত ভারতীয় রুপিসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছেবলেও জানান বিজিবির এই উর্ধ্বতন কর্মকর্তা ।

 

শেয়ার