তানভির আলম ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে শনিবার রাতে সদর উপজেলার আকচা নিমবাড়ী নামক স্থানে পৌঁছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয় ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। প্রথমে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
তিনি সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর গুহিপিটা গ্রামের তমিজ উদ্দীনের ছেলে। পরে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে রংপুরে রেফার্ড করেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তানভির আলম বিদ্যুৎ ঠাকুরগাঁও সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।