Top

রমেক হাসপাতালের দুই কর্মচারী ইউনিয়নের নেতা বদলি

২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ
রমেক হাসপাতালের দুই কর্মচারী ইউনিয়নের নেতা বদলি
রংপুর প্রতিনিধি :

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুদ্ধি অভিযান ঘোষণা দেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ কর্মচারী ইউনিয়নের সভাপতি জাকির হোসেন ঝন্টু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রোমেলকে বদলির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঝন্টুকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও রোমেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিযুক্ত করা হবে। রবিবার স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমেদের সই করা চিঠিতে এই বদলির আদেশ দেওয়া হয়। রমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাদেরকে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ৪র্থ কর্মদিবস থেকে তারা সরাসরি অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ কর্মচারী ইউনিয়নের সভাপতি জাকির হোসেন ঝন্টু কলেজের অফিস সহায়কের দায়িত্বে ছিলেন। সাধারণ সম্পাদক রেজাউল করিম রোমেল ছিলেন ইপি ডায়াস্কোপ অপারেটর।

নাম প্রকাশে অনিচ্ছুক রংপুর মেডিকেল কলেজের একাধিক চিকিৎসক জানান, ঝন্টু ও রোমেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী ইউনিয়ন ও সংগঠনের কলেজ শাখার নেতারা যোগসাজশে দুর্নীতির রাজ্য গড়ে তোলেন। ধর্ষণের পরীক্ষার প্রতিবেদক, ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনসহ তাদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে।

চিকিৎসকদের অভিযোগ, এসব নিয়ে প্রতিবাদ করলে চিকিৎসক, কলেজ ও হাসপাতাল প্রশাসনকে ভয়ভীতি প্রদর্শন করতেন তারা। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হাসপাতাল ও কলেজ পরিদর্শন করে দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের ঘোষণা দেন। এরপরই দুই কর্মচারীকে বদলি করা হলো।

শেয়ার