দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে দিনব্যাপী ফ্রী ডেন্টাল চেকআপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পাকেরহাট পপুলার ডেন্টাল কেয়ারের আয়োজনে উপজেলার জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ৪০০ জন শিক্ষার্থীদের দিনব্যাপী ফ্রী ডেন্টাল চেকআপ করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ নিপুণ, সিনিয়র শিক্ষক জীতেন্দ্রনাথ রায়, পপুলার ডেন্টাল কেয়ার এর ডেন্টিস্ট রেজওয়ানুল হক রাব্বী, আসিফ ডেন্টাল কেয়ার এর ডেন্টিস্ট আসিফ মাহমুদ, মান্না ডেন্টাল কেয়ার এর ডেন্টিস্ট মেহেদী মান্না, মা-বাবা ডেন্টাল কেয়ার কাহারোল এর ডেন্টিস্ট নুর আলম, ডেন্টিস্ট জহুরা সুলতানা মনি প্রমুখ।