Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

মাগুরা মহম্মদপুরে বাবুখালী আদর্শ ডিগ্রী কলেজের নবীন বরন অনুষ্ঠিত

০২ মার্চ, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ
মাগুরা মহম্মদপুরে বাবুখালী আদর্শ ডিগ্রী কলেজের নবীন বরন অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : :

সংসদ সদস্য ড. বীরেন শিকদার বলেছেন,স্মার্ট বাংলাদেশের মূল ভিত্তি স্মার্ট সিটিজেন ও স্মাট শিক্ষা তাই আমাদের সকলকেই স্মার্ট হতে হবে এবং বাংলাদেশকে স্মার্ট সিটিজেনে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

তিনি গতকাল বিকালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের নবীন বরন অনুষ্ঠানে একথা বলেন। বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি আলী আহম্মদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, মহম্মদপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শওকত বিপ্লব রেজা,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগ নেত্রী বেবী নাজনীন ও স্থানীয় নেতৃবৃন্দ।

নবীন বরন অনুষ্ঠানে বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র- ছাত্রী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার