Top

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

০৫ মার্চ, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ
বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বালতির পানিতে ডুবে ১৩ মাস বয়সের এক শিশু মারা গেছে। শনিবার (৪ মার্চ) বিকালে রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম লাবিবা আক্তার রিমু। সে রাজাগাঁও ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের রমজান আলীর মেয়ে।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি বাড়ির পাশে দাদির সাথে হাঁটছিল।

এক সময় শিশুটি দাদির অজান্তে বাড়ির দিকে ফিরে টিউবওয়েলের কাছে চলে যায়। সেখানে পানি ভর্তি একটা বালতি রাখা ছিল। বালতিতে সে উল্টে পড়ে। পরিবারের লোকজন শিশুটিকে বালতি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার