Top

ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের জেলা সম্মেলন

০৫ মার্চ, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের জেলা সম্মেলন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

‘শিক্ষার মশাল জ্বালো, সন্ত্রাসের বৃত্ত ভেঙে আসুক প্রগতির আলো’এই প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ছাত্র ইউনিয়নের ২৯তম জেলা সম্মেলন। রোববার (৫ মার্চ) জেলা উদীচী কার্যালয় চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের আয়োজনে জাতীয় ও সংগঠনের পতাকা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন সাবেক জেলা সভাপতি মো. দবিরুল ইসলাম।

এসময় জেলা সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপত্বিতে বক্তব্য দেন, কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি মেঘমল্লা বসু, কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি এ্যাড.আবু সায়েম, ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা মোখলেছুর রহমান হেলাল, জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, সদর উপজেলা সিপিবির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সংসদের সহসভাপতি এবি সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

সভায় বক্তারা বলেন, লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একটি স্বাধীন বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানে ছাত্র সমাজের অংশগ্রহণে এই ভূ-খণ্ডের জনগণ সর্বপ্রথম উপলব্ধি করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। সেই রক্তক্ষয়ী গৌরবোজ্জল সংগ্রামের নির্যাস থেকে বৃহত্তর জাতীয় ও মানবিক স্বার্থে বাংলার চেতনাদীপ্ত ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার শপথ নিয়ে ১৯৫২ সালের ২৬ এপ্রিল যাত্রা শুরু করে ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সময়ের দাবি মেটাতে একে একে লেখা হতে থাকে ৬২’ এর শিক্ষা আন্দোলন, ৬৬’এর ছয় দফা, ৬৮’ এর ১১ দফা, ৬৯ এর গণ-অভ্যুত্থান, ৭১’ এর মুক্তিযুদ্ধে এদেশের মুক্তিকামী মানুষের ইতিহাস। একক গোষ্ঠী হিসেবে ছাত্রদের অবদান আমাদের এই সুদীর্ঘ লড়াইয়ে ছিলো সবথেকে বেশি। ‘যেখানেই মুক্তির সংগ্রাম সেখানেই আমরাতো মিলি লৌহ দৃঢ়তায়’ এই মূল মন্ত্রের দীক্ষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’ প্রতিটি সংগ্রামের সর্বাঙ্গে আপোসহীন দৃঢ়তায় তাদের প্রশিক্ষিত কর্মীবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছে।

বক্তারা গণমূখি,বিজ্ঞান ভিত্তিক ও অসাম্প্রায়িক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, দেশীয় আয়ের ৮শতাংশ ও জিডিবির ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ, সরকারি -বেসরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন পুণরায় চালুকরা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করাসহ ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করার দাবি জানান। পরে কাউন্সিল অধিবেশন শুরু হয়।

শেয়ার