Top

নবাবগঞ্জে ড্রেন খননকালে গনেশ মূর্তি উদ্ধার

০৯ মার্চ, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
নবাবগঞ্জে ড্রেন খননকালে গনেশ মূর্তি উদ্ধার
নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জে গভীর নলকূপের পানির ড্রেন খননকালে একটি পিতলের গণেশ মূর্তি উদ্ধার করা হয়েছে।

৮মার্চ বুধবার উপজেলার শওগুনখোলা মাঠে এ মূর্তিটি পাওয়া যায়। উপজেলার শগুনখোলা গ্রামের আবু তালেব তার জমিতে গভীর নলকূপের মাধ্যমে পানি দেয়ার জন্য ড্রেন খনন করছিলেন। এসময় তিনি মাটির নিচে একটি পিতলের মূর্তি দেখতে পান। পরে তিনি মূর্তিটি বাড়িতে নিয়ে আসেন।

তিনি জানান, এই খবর পেয়ে রাত প্রায় ১২টার পুলিশ আবু তালেবের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আবু তালেব মূর্তিটি তার হেফাজতে রাখার কথা স্বীকার করেন। এরপর পুলিশ মূর্তিটি থানায় নিয়ে আসে।

থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হিন্দুদের গণেশ দেবের মূর্তি। সাত ইঞ্চি আকারের পিতলের মূর্তি রং প্রায় কালো। মূর্তিটির সামনের অংশ ভালো থাকলেও পেছনের অংশ ভাঙা রয়েছে।বর্তমানে মূর্তিটি থানায় রাখা হয়েছে। মূর্তিটির প্রত্নতাত্ত্বিক মূল্য আছে এজন্য এটি জাদুঘরে হস্তান্তর করা হবে।

শেয়ার