বিদ্যুতের মূল্য বৃদ্ধি,চাল ডাল তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ,সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন,বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে ২ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির,সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,উপদেষ্টামন্ডলীর সদস্য ইঞ্জিনিয়রার মোহাম্মদ আলী,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,স্থানীয় সরকার সম্পাদক রাশেদুল ইসলাম রিপন,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ্যাড,বজলুর রশিদ,এ্যাড,আবুল কালাম,উলিপুর উপজেলা বিএনপি সভাপতি হায়দার আলী,সাধারণ সম্পাদক বুলবুল,সদর উপজেলা সম্পাদক মাহবুবার রহমান,সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন,পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম,রাজারহাট ইপজেলা বিএনপি সম্পাদক শহিদুল ইসলাম,চিলমারী উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আবু হানিফা, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব,জেলা কৃষকদলের আহবায়ক খলিল,জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক আরিফ হোসেন কাজল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,দেশের অর্থনীতি পঙ্গু করে বিদ্যুতের দাম বারবার বাড়াচ্ছে সরকার।এ সরকারের সময় সব পণ্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে।অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।