Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টে বীরগঞ্জ চ্যাম্পিয়ন

১৯ মার্চ, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টে বীরগঞ্জ চ্যাম্পিয়ন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রহিমানপুরে “স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে” দিনাজপুর জেলার “বীরগঞ্জ সলিডারিটি ক্লাব”চ্যাম্পিয়ন হয়েছে। ১৮ মার্চ শনিবার বিকালে সদর উপজেলার মথুরাপুর ক্লাব ও লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে তারা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ ডিকেএসপি ক্লাবকে পরাজিত করে।

রহিমানপুর এম.সি.এল ফুটবল একাডেমির আয়োজনে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগেরর সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, বিশেষ অতিথি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, রহিমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. আফজাল হোসেন প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি ও প্রাইজমানি প্রদান করেন অতিথিরা।

খেলার প্রথমার্ধে বীরগঞ্জ সলিডারিটি ক্লাব টিম ইয়াসিনের গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ডিকেএসপি টিমের খেলোয়াড় জাহাঙ্গীর একটি গোল করে সমতা আনে। নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন হাসানুজ্জামান বিপ্লব। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন মো: দারুল, জয়নাল আবেদীন ও মনিরুল হক। উল্লেখ্য, এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।

শেয়ার