নীলফামারীতে জমকালো আয়েজনে বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান সেলিম আহমেদের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জেলা তাঁতী লীগের নেতাকর্মীরা।
রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিউনিসিপাল সোসাইটি অব বাংলাদেশ (ম্যাব) প্রেসিডেন্ট, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশীদ মঞ্জু। অতিথিদের নিয়ে কেক কাটেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ও অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ান কামাল আহমেদ।
এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুর ইসলাম রফিক, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী, সদর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক ওয়াজেদুর রহমান কনক, জলঢাকা, সৈয়দপুর, ডোমার উপজেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামিল আহমেদ।