দিনাজপুরের খানসামা উপজেলায় ডলার প্রতারণার সঙ্গে জড়িত চক্রের মূল হোতা শেফাউল ইলাম ওরফে ঠোঁটকাটা (৪৫) এবং তার সহযোগী আরিফুল ইসলাম (২৯) কে আটক করেছে থানা পুলিশ।
বুধবার ভিন্ন ভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ। আটককৃত ডলার প্রতারক শেফাউল ইসলাম উপজেলার আংগারপাড়া ইউনিয়নের মৃত তবির উদ্দিনের ছেলে ও সহযোগী আরিফুল একই ইউনিয়নের আব্দুস সাত্তারের ছেলে।
থানা পুলিশ জানায়, গত বুধবার দুপুরে উপজেলার ভাবকি ইউনিয়নে ডলার প্রতারণা করার সময় স্থানীয় লোকজনের হাতে আটক হন ডলার প্রতারক মো: আরিফুল। পরবর্তীতে ভাবকী ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় জনগণ। এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্য অনুযায়ী এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেনের নির্দেশনায় এবং ওসি চিত্তরঞ্জন রায় ও ইন্সপেক্টর (তদন্ত) তাওহীদ ইসলামের নেতৃত্বে দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে আটক করে ডলার প্রতারণা চক্রের মুল হোতা শেফাউল ওরফে ঠোঁটকাটা।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ডলার প্রতারণার মূল হোতা একাধিক মামলার আসামি শেফা ও তার সহযোগী আরিফুল কে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে জেলহাজতে পাঠানো হবে।’