Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

২০ টাকায় ইফতারি বিক্রি করে সাড়া ফেলেছেন ক্ষুদ্র ব্যবসায়ী

১১ এপ্রিল, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ
২০ টাকায় ইফতারি বিক্রি করে সাড়া ফেলেছেন ক্ষুদ্র ব্যবসায়ী
মাগুরা প্রতিনিধি :

মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে পবিত্র রমজান মাসে ২০ টাকার ইফতার বিক্রি করে সাড়া ফেলেছেন দরিদ্র মোহাম্মদ আলী (৬২)। প্রতিদিন বিকালে তার দোকানে স্বল্পমূল্যে এ ইফতার সংগ্রহ করতে দূর-দূরান্তের ক্রেতারা ভিড় করছেন।

তার দোকানে আলু চপ জোড়া ৫ টাকা, বেগুনের চপ জোড়া ৫ টাকা, ডাল পুরি জোড়া ৫ টাকা ও ছোলা ৫ টাকা এই মোট ২০ টাকার ইফতারি প্যাকেজ বিক্রি হচ্ছে। অতুলনীয় স্বাদ ও কম দাম থাকার কারণে প্রতিদিনই তার দোকানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের মানুষ, পথচারীসহ সব বয়সী মানুষেরা ভিড় করছেন। হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের ইজাহার আলী বলেন, মোহাম্মদ আলী আমাদের গ্রামের একজন দরিদ্র মানুষ।

সে প্রতি রমজানে ২০ টাকার বিনিময়ে সাধারণ মানুষের মাঝে ইফতার বিক্রি করে আসছে। দাম কম ও স্বাদ ভালো থাকার কারণে মানুষের ভিড় লেগেই থাকে। আমাদের নিজ গ্রাম ছাড়াও দূর-দূরান্তের সব বয়সী মানুষেরা বিকাল থেকেই ছুটে আসে তার দোকানে। তেলে ভাজা এ দ্রব্যগুলো সে এত যত্ন সহকারে তৈরি করে যেন একবার খেলে বার বার খেতে ইচ্ছা করে। আমি প্রতিদিন তার দোকান থেকে ২০ টাকার ইফতারি কিনে বাড়ি যাই।

শেয়ার