মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে পবিত্র রমজান মাসে ২০ টাকার ইফতার বিক্রি করে সাড়া ফেলেছেন দরিদ্র মোহাম্মদ আলী (৬২)। প্রতিদিন বিকালে তার দোকানে স্বল্পমূল্যে এ ইফতার সংগ্রহ করতে দূর-দূরান্তের ক্রেতারা ভিড় করছেন।
তার দোকানে আলু চপ জোড়া ৫ টাকা, বেগুনের চপ জোড়া ৫ টাকা, ডাল পুরি জোড়া ৫ টাকা ও ছোলা ৫ টাকা এই মোট ২০ টাকার ইফতারি প্যাকেজ বিক্রি হচ্ছে। অতুলনীয় স্বাদ ও কম দাম থাকার কারণে প্রতিদিনই তার দোকানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের মানুষ, পথচারীসহ সব বয়সী মানুষেরা ভিড় করছেন। হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের ইজাহার আলী বলেন, মোহাম্মদ আলী আমাদের গ্রামের একজন দরিদ্র মানুষ।
সে প্রতি রমজানে ২০ টাকার বিনিময়ে সাধারণ মানুষের মাঝে ইফতার বিক্রি করে আসছে। দাম কম ও স্বাদ ভালো থাকার কারণে মানুষের ভিড় লেগেই থাকে। আমাদের নিজ গ্রাম ছাড়াও দূর-দূরান্তের সব বয়সী মানুষেরা বিকাল থেকেই ছুটে আসে তার দোকানে। তেলে ভাজা এ দ্রব্যগুলো সে এত যত্ন সহকারে তৈরি করে যেন একবার খেলে বার বার খেতে ইচ্ছা করে। আমি প্রতিদিন তার দোকান থেকে ২০ টাকার ইফতারি কিনে বাড়ি যাই।