Top

পাবনায় মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত অটোর সংঘর্ষে নিহত ১

২০ জানুয়ারি, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
পাবনায় মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত অটোর সংঘর্ষে নিহত ১
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনার কাশিনাথপুরে ফুলবাগান মোড়ে ইট বোঝাই ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মোটরসাইকেলের দুই আরোহী।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে কাশিনাথপুর ফুলনাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক নগরবাড়ি বসন্তপুর গ্রামের ইকবাল শেখের ছেলে জামিল শেখ (২৩)। আহতরা হলেন ওই এলাকার মাখমের ছেলে পরাগ ও সিংহাসন গ্রামের ধ্বনি শেখের ছেলে ইমরান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাজিরহাট এলাকা থেকে জামিল, পরাগ ও ইমরান এক মোটরসাইকেলে করে কাশিনাথপুরের দিকে আসছিলো। মোটরসাইকেলটি কাশিনাথপুর ফুলবাগান মোড়ে পৌঁছালে নগবাড়িগামী ইট বোঝাই ভটভটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। জামিল ও পরাগের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিতে গেলে পথেই জামিল মারা যান।

এ বিষয়ে পাবনা আমিনপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ইট বোঝাই ভটভটির সাথে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এম জি

শেয়ার