Top

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের সিগনাল তার চুরি: যাত্রীদের ভোগান্তি

২০ জানুয়ারি, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের সিগনাল তার চুরি: যাত্রীদের ভোগান্তি
জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে কয়েকদিন পর পর দফায় দফায় ট্রেনের সিগনাল তার চুরি হচ্ছে। সরজমিনে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন মেইন লাইনে দাঁড়িয়েছে। সিগনাল তার চুরি হওয়ায় জ্বলেনি সিগনালের বাতি। তাড়াহুড়ো করে চলে যেতে হচ্ছে ট্রেন। প্ল্যাটফম রেললাইন থেকে ৩ ফুটের মতো উঁচু হওয়ায় নারী, শিশুসহ বয়স্ক শতশত যাত্রী ঝুঁকি নিয়ে উঠানামা করছে। গত এক সপ্তাহে ধরে তার চুরির ফলে সিগনালিং সিস্টেমে সমস্যা হওয়ায় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

মহানগর এক্সপ্রেসে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা আব্দুন নুর নামে বয়স্ক এক যাত্রী বলেন, আমি ঢাকা থেকে এসেছি। ট্রেন থামার দরকার ছিল ১নং লাইনে কিন্তু দাড়িয়েছে প্ল্যাটফম থেকে দূরে ২নং লাইনে। ফলে ট্রেন থেকে নামতে কষ্ট হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে তার চুরির সমস্যা দ্রুত সমাধানের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত দাস জানান, সিগনাল তার চুরির ঘটনায় তদন্ত চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চুরির পয়েন্টগুলো পরিদর্শন করছেন। জড়িতদের চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের অনুপস্থিতিতে চুরি যাওয়া সিগনালিংয়ের কাজে থাকা মোঃ সাইফুল ইসলাম ও খালাসি জাকির হোসেন নামে অস্থায়ী দুই কর্মচারী বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছুটিতে থাকায় সিগনাল লাইন ঠিক করতে স্টেশন মাস্টার আমাদের পাঠিয়েছেন। আনুমানিক ভোর চারটার পর কয়েক দফায় সিগনালিংয়ের তার চুরি হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি লাইন সচল করার জন্য। এ ঘটনায় স্থানীয় মাদকাসক্তরা জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এম জি

শেয়ার