Top

মানি-লন্ডারিং বিরোধী অধিবেশন আয়োজন করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড

১৫ এপ্রিল, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
মানি-লন্ডারিং বিরোধী অধিবেশন আয়োজন করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড
নিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ উন্নয়ন খাতের গ্রাহকদের জন্য মানি লন্ডারিং বিরোধী (এএমএল) একটি বিশেষ প্রশিক্ষণ পর্বের আয়োজন করেছে। অধিবেশনে অর্থ-পাচারের ফলে কীভাবে ফান্ড ও রিসোর্সের ক্ষতি হচ্ছে এবং অর্থনীতি ও সমাজে নেতিবাচক প্রভাব বিস্তার করছে তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আসন্ন এএমএল চ্যালেঞ্জগুলো দৃঢ়ভাবে মোকাবেলা এবং আর্থিক অপরাধ দমনে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানে উন্নয়ন খাত সংস্থা ও তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করা হয়।

সেখানে প্রশিক্ষকরা অপরাধমূলক অর্থনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে লড়তে ও প্রতিকূল অবস্থা প্রশমিত করতে আন্তর্জাতিক পন্থা অবলম্বন করে কীভাবে সংস্থাগুলো জালিয়াতি, অর্থ-পাচার বিরোধী এবং সন্ত্রাসবাদে অর্থায়ন থামাতে করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়।

দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে, এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার। টেকসই ও সমতার আদর্শকে কেন্দ্রে রেখে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।

দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখার অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০২২ সালে ২৫টিরও বেশি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছে।

শেয়ার