Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

বিনিয়োগ আকর্ষণ বাড়াতে বিডা ও বিল্ডের চুক্তি

১৭ এপ্রিল, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ
বিনিয়োগ আকর্ষণ বাড়াতে বিডা ও বিল্ডের চুক্তি
নিজস্ব প্রতিবেদক :

দেশে বিনিয়োগ আকর্ষণ ও সহজীকরণে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

সমঝোতা স্মারকে বিডার পক্ষে সই করেন বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং বিল্ডের পক্ষ থেকে সই করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম। এ চুক্তির আওতায় এখন থেকে বিনিয়োগ সহজীকরণসহ পারস্পারিক প্রযুক্তিগত সহায়তা, আধুনিক বিনিয়োগ পরিবেশ সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বিডা ও বিল্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোকমান হোসেন মিয়া বলেন, গত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। ২০০৭ সালে আমাদের মাথাপিছু আয় ছিল ৭৫০ ডলারের মতো, এখন তা ২৮৫০ ডলার।

তিনি আরও বলেন, এ সমঝোতা স্মারক সইয়ের ফলে এখন থেকে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আমাদের সহযোগী হিসেবে কাজ করবে বিল্ড। বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করার জন্য একসঙ্গে কাজ করবে বিডা ও বিল্ড। যা আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করতে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে অবদান রাখবে।

শেয়ার