ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’র উপকার ভোগীর তালিকায় নাম থাকলেও গত তিন চক্রের চাল না পাওয়ার অভিযোগ করেছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার এক ভুক্তভোগী নারী। এ ঘটনায় ওই নারী গত ২৭ মার্চ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীনের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। ভুক্তভোগী ওই নারীর দাবী লিখিত ভাবে অভিযোগ দিলেও এত দিনে কোন সুরাহা পাননি তিনি।
উপকার ভোগী ওই নারীর নাম মোছাঃ আশা খাতুন। তিনি উপজেলার রমনা মডেল ইউপি’র ৩ নং ওয়ার্ডের বেলের ভিটা এলাকার বাসিন্দা। চাল বিতরনের মাষ্টার রোল অনুযায়ী যার ক্রমিক নম্বর ২৬৭। ভিডব্লিউবির কার্ড নম্বর-৯৩।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) উপকার ভোগীর তালিকা অনুযায়ী মোছাঃ আশা খাতুনের নামে ৯৩ নং কার্ডটি বরাদ্দ হয়। চাল বিতরনের মাষ্টার রোল অনুযায়ী যার ক্রমিক নং ২৬৭। কিন্তু ২০২৩-২৪ চক্রের ৩ মাসের চাল বিতরণ করা হলেও ওই নারীর নামে বরাদ্দকৃত কার্ডটিসহ বিতরণকৃত চাল পাননি তিনি।
এ বিষয়ে ভুক্তভোগী নারী মোছাঃ আশা খাতুন বলেন, চেয়ারম্যানের কাছে বারবার গিয়েও কোন সমাধান পাননি। তার নামে কোন কার্ড হয়নি বলে জানিয়েছেন রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা। রমনা মডেল ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা বলেন, ভূলবশত কার্ডটি একই নামে আরেক নারীর কাছে বিতরণ করা হয়েছে। কার্ডটি ফেরত নিয়ে প্রকৃত সুবিধাভোগীর কাছে বুঝিয়ে দেয়া হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সোহেলী পারভীন বলেন, বিষয়টি সর্ম্পকে তিনি অবগতর রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।