Top
সর্বশেষ

নীলফামারী-৩ আসনের জনগণকে ঈদ শুভেচ্ছা জানালেন গোলাম মোস্তফা

২১ এপ্রিল, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ
নীলফামারী-৩ আসনের জনগণকে ঈদ শুভেচ্ছা জানালেন গোলাম মোস্তফা

নীলফামারী-৩ আসনের সর্বস্তরের জনগণকে “পবিত্র’র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জলঢাকা-কিশোরগঞ্জ আংশিক আসনের সাবেক সংসদ সদস্য ও জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা জলঢাকা-কিশোরগঞ্জ বাসীর উদ্দেশে বলেন, “পবিত্র’র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আমি আশা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, “ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।”

শেয়ার