Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে ৭দিন ব্যাপী ৩৫তম বৈশাখী মেলা উদ্বোধন

২৬ এপ্রিল, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ৭দিন ব্যাপী ৩৫তম বৈশাখী মেলা উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি: :

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী ৩৫তম বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গ্রেড-১ এর সাবেক সচিব সারোয়ার মাহমুদ, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহ. শহীদ উজ জামান, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, আলপনা সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান প্রমুখ।

২৫ থেকে ১ মে ৭ দিন ব্যাপী মেলা চলবে। উদ্বোধনী দিনে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেখানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন। মেলায় অর্ধশতাধিক স্টল বসেছে।

 

শেয়ার