প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালটি এখন অব্যবহৃত। টার্মিনালের সামনের ব্যস্ততম রংপুর-ঢাকা হাইওয়ের ওপরই চলছে পার্কিং, যাত্রী ওঠানামা, গাড়ি ঘোরানোসহ যাবতীয় কার্যক্রম। এতে মহাসড়কে যানজট আর দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে দৃষ্টিনন্দন টার্মিনাল থাকলেও ব্যস্ততম রাস্তার ওপর সারি সারি বাস দাঁড় করিয়ে তোলা হচ্ছে যাত্রী। আন্তঃজেলাসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো টার্মিনাল ছেড়ে মূল সড়ক দখল করে দীর্ঘসময় দাঁড়িয়ে যাত্রী তোলে। যাত্রীরাও বাসে ওঠানামা করেন ঝুঁকি নিয়েই। এতে দুর্ঘটনার শিকারও হন কেউ কেউ।
রাস্তা দখল করে যাত্রী ওঠানামা করায় প্রায় পুরো এলাকায় লেগে থাকে যানজট। বাসচালক বাবলু মিয়া জানান, মহাসড়কে যাত্রীরা অপেক্ষা করে এ জন্য বাস থামিয়ে তাদের তোলা হয়। কেউ টার্নিনালের ভিতরে যেতে চায় না। সেজন্য আমাদেরকেও রাস্তার পাশে দাড়িয়ে যাত্রী তুলতে হয়। বাসের সুপারভাইজার আকমল হোসেন জানান, বাস ছাড়ার ১০ মিনিট আগেই স্ট্যান্ড থেকে মহাসড়কে এসে দাঁড়ায়। এরপর কিছু যাত্রী নিয়ে রওনা দিই।
যাত্রী কহিনুর বেগম ও পথচারী লোকমান হোসেন জানান, মহাসড়ককে চালকরা স্ট্যান্ড বানিয়ে ফেলেছেন। দীর্ঘদিন থেকে এভাবেই রাস্তার মধ্যখানে যাত্রী ওঠানামা করা হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় সবাইকেই। তারা বলেন, পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের চরম দুর্ভোগ আর ভোগান্তি দূর করতে আধুনিক কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ করে সিটি করপোরেশন। কিন্তু দীর্ঘ নির্মাণযজ্ঞ শেষে এক বছরের বেশি সময় পার হলেও উদ্বোধন না হওয়ায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত দোতলা দৃষ্টিনন্দন বাস টার্মিনাল অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। টিকিট কাউন্টার মাস্টার তারিক হোসেন জানান, টার্মিনালটি উদ্বোধন করা হলে আমরা যারা টিকিট বিক্রি করি, তাদের জন্য খুব সুবিধা হবে। শৃঙ্খলা বজায় রেখে টিকিট বিক্রি করতে পারব।
বাসচালক শমসের আলী জানান, ‘টার্মিনালটি উদ্বোধন না হওয়ার কারণে আমাদের খুব অসুবিধা হচ্ছে। দূর-দূরান্ত থেকে বাস চালিয়ে এসে গাড়ির মধ্যেই আমাদের বিশ্রাম করতে হয়। এটি চালু হলে চালকদের জন্য বরাদ্দ থাকা বিশ্রামাগারে বিশ্রাম নিতে পারব। টার্মিনালটি চালু হওয়া দরকার। এটি চালু হলে যাত্রীদের খুব সুবিধা হবে। যাত্রীরা বাথরুম ব্যবহার করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। চাইলে এখানে বিশ্রাম নিতেও পারবেন। তবে ঈদের পর স্থানীয় সরকার মন্ত্রীর উপস্থিতিতে নবনির্মিত টার্মিনালটি উদ্বোধন করা হবে বলে আশ্বাস দেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি ঈদের পর সময় দিতে চেয়েছেন। উনি যেদিন সময় দেবেন তখনই উদ্বোধন করা হবে। জাইকার অর্থায়নে ৩০ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালে চলন্ত সিঁড়ি, টিকিট কাউন্টার, এটিএম বুথ, নামাজ ঘর, ডে-কেয়ার সেন্টার, খাবার ও ওষুধের দোকানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। এ ছাড়াও টার্মিনাল চত্বরে পাঁচ শতাধিক বাস রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে।