Top

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীদের হজ্ব প্রশিক্ষণ শুরু

০২ মে, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীদের হজ্ব প্রশিক্ষণ শুরু
রংপুর প্রতিনিধি :

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীদের হজ্ব প্রশিক্ষণ মঙ্গলবার ইসলামী ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ে শুরু হয়েছে। পাঁচ দিন ব্যাপী এই হজ্ব প্রশিক্ষণের উদ্ধোধন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান ।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ইসলামী ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহজাহান, সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলম । ইসলামী ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে চলতি বছর রংপুর থেকে সরকারি ব্যবস্থাপনায় ১হাজার ৮শ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮শ ৮৫জন হজ্ব যাত্রি হজব্রত পালনের জন্য মক্কায় যাবেন।

পাঁচ দিন ব্যাপী হজ্ব প্রশিক্ষক হিসাবে থাকছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এ.ডব্লিউ এম রায়হান শাহ, রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন, রংপুর জেলা মডেল মসজিদের খতিব ও ঈমাম মুফতি মোঃ জাহিদুল ইসলাম, রংপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ তাবাসসুম মুন্নি এবং হাবের প্রতিনিধি মোঃ মিজানুর রহমান।

শেয়ার