Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

গোপালপুরে জুয়া খেলার সময় গ্রেপ্তার ৬

০২ মে, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ
গোপালপুরে জুয়া খেলার সময় গ্রেপ্তার ৬
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুরে বাঁশ বাগানে জুয়া খেলার সময় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) দুপুরে ওই ছয় জনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গোপালপুর উপজেলার মাইজবাড়ী পূর্বপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বাখুরিয়া বাড়ী গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে জামাল উদ্দিন (৩৪), আব্দুল সোবহানের ছেলে আলম মিয়া (৩৫), জোত বাগল গ্রামের মৃত শামসুল আলমের ছেলে আয়নাল হক (৩০), মৃত আবুল হোসেনের ছেলে তারা মিয়া (৫৪), মাইজবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত মোনছব আলীর ছেলে মোজাম্মেল হক (৪৫) ও পলাশিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেে আরিফ মিয়া (২৬)।

এ ব্যাপারে গোপালপুর থানার (ওসি) মোশারফ হোসেন বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় গোপালপুর থানার এসআই সাজেদুল ইসলাম একটি অভিযান চালিয়ে মাইজবাড়ী পূর্বপাড়া গ্রামের ইয়াকুব আলীর বাঁশ বাগানে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করেন। পরে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের চার ধারায় মামলা করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার