বিপুল পরিমান গাঁজা, ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা।
রোববার ভারে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলায় একটি পিকআপ ভ্যান তল্লশি করে প্রায় চব্বিশ কেজি গাঁজা ও নেরানব্বই বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।জব্দ করা হয় পিকআপ ভ্যানটিও।
রোববার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো র্যাব্যের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার ভোরে র্যাব-১৩ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর -ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলায় একটি পিকআপ তল্লশি করে অপ্রায় চব্বিশ কেজি গাঁজা ও নেরানব্বই বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বগুড়ার গাবতলি উপজেলার বাইগুনী সাইড়পাড়া গ্রামের মেহেদী হাসান, রায়হানুল হক ও লালমনিহাট জেলার কালিগঞ্জ উপজেলার সুমন মিয়াকে পিকআপসহ গ্রেফতার করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন।