Top
সর্বশেষ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, দু’দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

০৫ জুন, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, দু’দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
রংপুর প্রতিনিধি :

রংপুরে জেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দু’দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গত রবিবার সকালে রংপুর জিলা স্কুল প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

এরপর জিলা স্কুল অডিটরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোশাররফ হোসেন। মেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২২টি স্টল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১৩টি স্টল রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনমূলক কাজে শিশু-কিশোর ও তরুণদের মাঝে আগ্রহ সৃষ্টি ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান চর্চা বাড়বে এবং তারা দেশের উন্নয়নে আগামী প্রযুক্তি উদ্ভাবন করবে। তারা স্মার্ট বাংলাদেশ বির্নিমানে দেশকে আরও এগিয়ে নেবে।

শেয়ার