নড়াইলে এক প্রকৌশলীর বিরুদ্ধে অন্যের বসতঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বাড়ির ভাড়াটিয়াদের উপস্থিতিতেই একটি ঘরের পশ্চিম ও উত্তর পাশের দেয়াল ও জানালা ভেঙ্গেছে অভিযুক্ত ওই প্রকৌশলী। নিজের বাড়ি থেকে বের হয়ে পৌরসভার সড়কে আসার রাস্তা না থাকায় অন্যের বাড়ি ভাংচুর করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। পরে স্থানীয়দের বাঁধার মুখে এবং থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে বাড়ি ভাঙ্গা বন্ধ করে পালিয়ে যায় ওই প্রকৌশলী।
সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর কুড়িগ্রাম এলাকার বাসিন্দা প্রকৌশলী মোঃ মুসা মিয়া নিজ বাড়ি থেকে বের হয়ে পৌরসভার সড়কে আসার রাস্তা না থাকায় প্রয়াত চিকিৎসক আব্দুল কাদের জসিমের স্ত্রী শিক্ষক শামীমা ইয়াসমিনের জায়গা তাদের বলে দাবি করে আসছিল এবং বিভিন্ন সময় এলাকার বখাটে মাস্তান নিয়ে ওই জায়গা অবৈধভাবে দখলের পায়তারা করে আসছিল। ফলে ওই শিক্ষিকা বাদি হয়ে নড়াইল সদরের সিনিয়র সহকারী জজ আদালতে একটি নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। এর মধ্যে গত শনিবার রাতে ওই জায়গার উপর বসবাসকারী মোঃ হারুন মিয়ার বাড়ি যাতে জানাজানি না হয় সেজন্য রাতের আধারে ভাংচুর করে পথ বের করার চেষ্টা করেন।
এ বিষয়ে ব্যবসায়ী হারুনের স্ত্রী জায়েদা বেগম বলেন, গত শনিবার রাতে প্রতিবেশী প্রকৌশলী মোঃ মুসা মিয়া, তার ভাই বাবু ও এক শ্রমিককে নিয়ে হঠাৎ করে বসবাসরত টিনসেডের একটি বসত ঘর ভাঙ্গা শুরু করে। তারা ঘরের পশ্চিম ও উত্তর পাশের দেয়াল ও একটি জানালা ভেঙ্গে ফেলে। এ সময় আমরা পাশের ঘরে ছিলাম। ঘরটি ভেঙ্গে ফেলায় আমার ঘরের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। আমি ভয়ে কোনো প্রতিবাদ করতে পারিনি। পরে কয়েক প্রতিবেশী এ ঘটনার তীব্র প্রতিবাদ করলে তারা চলে যায়।
এ বিষয়ে ৬নং ওয়ার্ড কাউন্সিলর শরফুল আলম লিটু বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাই এবং এর সত্যতা পাই। ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমি চাই এর তদন্ত পূর্বক সঠিক বিচার হোক।
এ বিষয়ে বাড়ির মালিক স্ত্রী শিক্ষক শামীমা ইয়াসমিন বলেন, আমি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে স্থানীয় কয়েকজন এ ঘটনা জানালে আমি বিষয়টি সাথে সাথে নড়াইল পৌর মেয়র আনঞ্জুমান আরা এবং নড়াইল সদর থানা পুলিশকে জানাই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলী মুসা মিয়াকে তার মুঠোফোনে ফোন করলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন আমি এবিষয়ে কিছুই জানি না আর আমি এ কাজ করিনি এবং কারা এ কাজ করেছে তা জানিনা। তবে ঘর ভাঙ্গা হয়েছে বিষয়টিআমিও দেখেছি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে স্থানীয় লোকদের সাথে কথা বলেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রাম এলাকার মুন্সী ওয়ালিউর রহমানের পূত্র ইব্রাহীম বাবুকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।