Top

লোহিত সাগরে রণতরী পাঠিয়েছে ইসরায়েল

১৩ ডিসেম্বর, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
লোহিত সাগরে রণতরী পাঠিয়েছে ইসরায়েল

চলতি বছরের মে মাসে একটি অনুশীলনের সময় সার সিক্স ক্লাস করভেট জাহাজ থেকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। টাইমস অব ইসরায়েল।

লোহিত সাগরে আরও চারটি রণতরী পাঠিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে এ তথ্য। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় জানায়, নিজেদের পণ্যবাহী জাহাজের সুরক্ষায় প্রথমবারের মতো লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে এগুলো।

সম্প্রতি ইসরায়েলগামী যেকোনো জাহাজে হামলার হুমকি দেয় হুতি বাহিনী। যার জেরে নেয়া হয় এমন পদক্ষেপ। সার সিক্স ক্লাস করভেট জাহাজগুলো জার্মানির তৈরি। ইসারায়েলের গ্যাসক্ষেত্র ও জলপথ সুরক্ষায় এগুলো যুক্ত করা হয়েছিল দেশটির সামরিক বহরে। সম্প্রতি ইসরায়েলে সামরিক যান ও সরঞ্জাম রফতানি বাড়িয়েছে জার্মানি।

এম জি

শেয়ার