Top

নারায়ণগঞ্জে অবৈধ সরঞ্জামসহ গ্রেপ্তার ১

২৭ জানুয়ারি, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে অবৈধ সরঞ্জামসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে উপজেলার ঝাউগরা এলাকায থেকে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী মো. আলী হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে র‍্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো. আলী হোসেনের বাড়ির ছাদের সিঁড়ি সংলগ্ন একটি কক্ষ হতে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে- ২১টি ভিওআইপি সিমবক্স, ২টি ল্যাপটপ, ১টি সিপিও, ২টি আইপিএস, ২টি আইপিএসের ব্যাটারি, ২ ইউপিএস (স্টেবিলাইজার), ২টি রাউটার, ৪টি রাউটার সুইজ, ৩২৬৮ পিস সিমকার্ড, ২০টি বিভিন্ন ধরনের ক্যাবল, ২টি হার্ডডিক্স, ৩টি র‍্যাম, ১টি মোবাইল ও ৫টি মডেম।

র‍্যাব জানায়, আলী হোসেন সরকারি অনুমোদন ছাড়া ভিওআইপি সিমবক্স ও ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে বাংলাদেশ ও বহির্বিশ্বে যোগাযোগের মাধ্যমে অবৈধভাবে টাকা উপার্জন করে আসছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএইচ

শেয়ার