নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতাকে না পেয়ে তার ছোট ভাইকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আটিগ্রাম এলাকা থেকে আবু রায়হান (১৮) নামের ওই এইচএসসি পরীক্ষার্থীকে বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায়। আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে থাকা রায়হানের পরবর্তী পরীক্ষা দেওয়া নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।
আটক আবু রায়হান ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি এবার ঢাকার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তার বড় ভাই এ কে হীরা সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি।
রায়হানের আরেক ভাই গোলাম রহমান সাগর বলেন, পুলিশ সেদিন রাত ৩টার দিকে আমাদের বাড়িতে হানা দেয়। সেদিন আমার আরেক ভাই ছাত্রদল নেতা হীরা বাড়িতে ছিলেন না। তার রুমেই ঘুমাচ্ছিল রায়হান। পুলিশ রায়হানকে আটক করে থানায় নিতে চাইলে আমার মা পুলিশকে বলেছে, রায়হান এইচএসসি পরীক্ষার্থী। ও কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, কিন্তু সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা রায়হানকে জোর করে থানায় নিয়ে যায়। আমিও মাকে নিয়ে ভোরে থানায় যাই, সাথে রায়হানের পরীক্ষার প্রবেশপত্রও নিয়ে যাই। কিন্তু আমাদেরকে কোনোভাবেই থানায় ঢুকতে দেওয়া হয়নি। পরে জানতে পেরেছি, রায়হানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলখানায় বন্দিদের সঙ্গে দেখা করার সুযোগ বন্ধ থাকায় এখন পর্যন্ত আমার ভাইটাকে দেখতে পারিনি। ওদিকে আমার বড়ভাই হীরাকে পুলিশ গ্রেপ্তার করেছে এর দুইদিন পরে। দেড় বছর আগে আমার বাবা মারা গেছেন। এত সব শোকে আমার মা এখন পাগল প্রায়। আগামীকাল রায়হানের জামিনের শুনানি। শীঘ্রই জামিন না পেলে তো রায়হান পরবর্তী পরীক্ষাগুলো দিতে পারবে না।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে না। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আটক বা গ্রেপ্তার করা হচ্ছে।
এসকে