Top

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কীসের ভয়: মেয়র আইভী

১৫ আগস্ট, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কীসের ভয়: মেয়র আইভী
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাঙাচোরা ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মেয়র আইভী বলেন, ‘আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষ্যে তোমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছো। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কি সের ভয়।’ পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে চলে যান।

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান মনিরসহ দলের ৮-১০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ব্যানারে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একইভাবে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন ও আওয়ামী লীগ সরকারের পতনের সময়ে দফায় দফায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, লুটপাটসহ অগ্নিসংযোগ করা হয়। এ সময় কার্যালয়ে ভেতরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়। এতে ম্যুরালের অনেক স্থানে ছবির আকৃতি নষ্ট হয়ে যায়। আজ সেই ভাঙাচোরা ম্যুরালে স্বল্প পরিসরে শ্রদ্ধা জানানো হয়।

এসকে

শেয়ার