Top

রংপুরে পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
রংপুরে পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি:

রংপুর সদর উপজেলার একটি পুকুর থেকে মর্জিনা নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের রামনাথপুর এলাকার বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

রংপুর সদর থানার ওসি বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গৃহবধু মর্জিনা একই ইউনিয়নের ভোলাপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।

ওসি জানান, সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার